চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় অবস্থিত আধুনিক মানসম্মত রেইনবো হাসপাতালের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবার ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) শহরের রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে
মিলাদ ও দোয়া পরিচালনা করেন আলীরেজা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ ইসমাইল হোসেন।
উল্লেখ্য ২০২১ সালের এই দিনে এই হাসপাতালের পথ চলা শুরু হয়, সেই থেকে অদ্য পর্যন্ত সুনামের সহিত এই প্রতিষ্ঠানটি চাঁদপুরের জনগণকে সেবা দিয়ে আসছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী,চাঁদপুর জেলা বিএমএর সভাপতি ডাক্তার নুরুল হুদা, সাধারণ সম্পাদক ডাঃমাহমুদুন্নবী মাসুম,ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডাক্তার এ এস এম শহীদুল্লাহ,সাধারণ সম্পাদক জি এম শাহীন।রেইনবো হাসপাতালের চেয়ারম্যান ডাঃরাশেদুর রহমান তালুকদার। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মহসিন ভূঁইয়া।এসময় আরো উপস্থিত ছিলেন,
ডাঃএমজি ফারুক,ডাঃফাতেমা বেগম,ডাঃছালেহ আহম্মদ,ডাঃতাবেন্দ,ডাঃ হাসানুর রহমান,ডাঃহারুন অর রশিদ সাগর, ডাঃপীযুষ সাহা,ডাঃআহসান উল্যাহ,ডাঃসামছুন নাহার তানিয়া, ডাঃমিজানুর রহমান ,ডাঃওমর ফারুক সবুজ,জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, রেইনবো হাসপাতালের
পরিচালক কবির হোসেন, এনামুল কাদের অপু,মিজান লিটন, শাহিন গাজী,ম্যানেজার রাসেলসহ হাসপাতালের সকল পর্যায়ের ইস্টাফবৃন্দ।