পবিত্র মাহে রমজান উপলক্ষে পিংড়া এমদাদুল উলূম হাফিজিয়া নূরানী তালিমূল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় ২০০ শতাধিক এতিমদের সাথে নিয়ে ইফতার করলেন উপাধী দক্ষিণ ঘোরাধারী তালুকদার বাড়ির কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাখাওয়াত হোসেন জুয়েল।
২৯ মার্চ শুক্রবার ১৮ তম রোজায় পিংড়া এমদাদুল উলূম হাফিজিয়া নূরানী তালিমূল কোরআন মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মোঃ নাজির হোসেন এর সভাপতিত্বে দোয়া ও ইফতারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন জুয়েল।
ইফতারের পূর্বে প্রধান অতিথি সাখাওয়াত হোসেন জুয়েল তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আমাদের মসজিদ, মাদ্রাসা, স্কুল খেলার মাঠ হল আমাদের সমাজের অলংকার। বাহির থেকে আমাদের এলাকায় এক মানুষ যখন আসবে তখন তারা আমাদের এই সব অবকাঠামো উন্নয়ন থেকে আমাদের সম্পর্কে জানতে পারবে।আমি আমার ইউনিয়নের এই সব সমাজিক কাজের উন্নয়নের ক্ষেত্রে অবদান রেখে যাবো, যাতে করে মানুষ বুজতে পারে আমাদের এই ইউনিয়ন টা সামাজিক, আমরা পরিপাটি, সাজানো-গোছানো। আমি এসব করার একটাই লক্ষ্য হলো মানুষ যাতে আমার দেখাদেখি তারা নিজেরাও যেন সামাজিক কাজে উৎসাহিত হয়। আর এতে করে সমাজটা যাতে আরো দ্রুত উন্নয়ন হয়। আমি সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের জন্য কাজ করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। আমি আমার দায় ভদ্রতা থেকে মৃত্যুর আগ পর্যন্ত সমাজের মঙ্গলের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন পিংড়া এমদাদুল উলূম হাফিজিয়া নূরানী তালিমূল কোরআন মাদ্রাসা ও এতিমখানারর মুফতি মোক্তার আহমেদ, মাদ্রাসার উপদেষ্টা শাহাজালাল তফাদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন মাষ্টার, যুবলীগ নেতা সাখাওয়াত তালুকদার, ১নং ওয়ার্ডের মেম্বার বিল্লাল হোসেন, ৭ নং ওয়ার্ড মেম্বার সোহেল হোসেন সহ এলাকার গণ্যমান্য লোকজন।
ইফতার ও নামাজ শেষে পিংড়া এমদাদুল উলূম হাফিজিয়া নূরানী তালিমূল কোরআন মাদ্রাসা ও এতিমখানার আজীবন সদস্য ফরম সাখাওয়াত হোসেন জুয়েল এর হাতে তুলে দেন প্রতিষ্ঠানের সভাপতি ও উপদেষ্টা সহ প্রতিষ্ঠানের অন্যান্য লোকজন।