পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরাফাত সানি’ ও তার বন্ধু মহলের পক্ষ থেকে ৩০০পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
৩০ মার্চ শনিবার বিকাল ৪ ঘটিকায় চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঈদ সামগ্রী বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি ঈদ সামগ্রী বিতরণের পূর্বে সংক্ষিপ্ত এক বক্তব্যে বলেন আমাদের দেশে কিছু কিছু ব্যবসায়ীরা আছে যারা রমজানে আসলে জিনিস পত্রের দাম বাড়িয়ে দেয়। সরকার আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে। দেশের মানুষের আয় রোজগার আগে তুলনায় অনেক বেড়ে গেছে। তারপরও স্বল্প আয়ের মানুষ নিম্ন আয়ের মানুষ জিনিসপত্রের দাম বেড়ে গেলে বেশি দামে ক্রয় করতে কষ্ট হয়ে যায়। এই অবস্থায় বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা সারা দেশের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়তে।
যারা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করে তারাই আজ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ডাকে সাড়া দিয়ে সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ এবং পেশাজীবী সংগঠনের নেতা কর্মীরা যার যার সাধ্যমত অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছে।
তারই অংশ হিসেবে আমাদের চাঁদপুর পৌর ছাত্রলীগের অন্যতম যুগ্ন আহ্বায়ক আরাফাত সানি ও তার বন্ধু মহল প্রতিবছরের মত এবারও অসহায় মানুষের পাশে ঈদ উপহার দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এই মহৎ কাজগুলো ছাত্রলীগ নেতা আরাফাত সানি ও তার বন্ধু মহল সব সময় করে যাবে বলে আমি বিশ্বাস করি। আমার সকল ছাত্রলীগ ভাইদের প্রতি অনেক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। ছাত্রলীগ দেশে যেকোনো প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়েছে। আর এ ছাত্রলীগের জন্ম হয়েছে শুধু মানুষের কল্যাণের জন্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ জে. আর. ওয়াদুদ (টিপু), চাঁদপুর পৌর মেয়র এডভোকেট জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা যুবলীগের আহবায়ক এডভোকেট হুমায়ুন কবির সুমন, জেলা ছাত্র লীগের সভাপতি মোঃ জহির মিজি প্রমখ।ঈদ উপ- সামগ্রী বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ রাসেল।