১ এপ্রিল সোমবার চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে এই ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী। তিনি বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রার্থীতা করবো। আমি যদি জয়লাভ করতে পারি। তাহলে চাঁদপুর ড্রামাসহ সকল নাট্ট শিল্পীদের প্রয়োজনে পাশে থাকবো। আমি সবার কাছে দোয়া প্রত্যাশা করছি।
চাঁদপুর ড্রামার সাবেক সভাপতি তপন সরকারের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম রনির সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি শহীদ পাটোয়ারী, বর্ণচোরা নাট্টগোষ্ঠীর সভাপতি সুখদেব রায়, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী,স্বরলিপি নাট্টগোষ্ঠীর সভাপতি এম আর ইসলাম বাবু, অনুপম নাট্টগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ মন্ডল,সদস্য কার্তিক সরকার প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর ড্রামার সাবেক সভাপতি মজিবুর রহমান দুলাল, সাবেক সাধারন সম্পাদক কে এম মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, সহসভাপতি পরিমল দাস নুপুর, সদস্য ইমতিয়াজ উদ্দিন মাসুদ, শংকর রায়, রাজিব দাস, রাত্রি কর্মকারসহ অন্যরা।
অনুষ্ঠান প্রসঙ্গে চাঁদপুর ড্রামার ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম রনি বলেন, সাংগঠনিক ভাতৃত্ব বন্ধন দৃঢ় করতে এই ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা। অতীতের ন্যায় সামনেও যাতে নাটক নিয়ে চাঁদপুর ড্রামা এগিয়ে যেতে পারে সেজন্য সকলের কাছে দোয়া চাই।