চাঁদপুরে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে কাগজপত্রে ত্রুটি-বিচ্যুতির কারণে ৫টি বাল্কহেডসহ বাল্কহেডে থাকা ৫ সুকানিকে আটক করা হয়েছে।
রোববার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে চাঁদপুর নৌ অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহমেদের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।
আটক সুকানি হলেন- মো. কামাল (৩৬), মো. ইব্রাহীম (৪৫), আবদুল করিম (৩০), মো. আব্দুর রহিম (৩৫) ও মো. হাসান (৪২)।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাল্কহেড ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদপুর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন বালা মেরিন আদালতে প্রসিকিউশন দাখিল করেছেন।