আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কচুয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাড.হেলাল উদ্দিনের উদ্যোগে ইফতার পার্টি আয়োজন করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার ইসলামপুর ড.জালাল আলমগীর পাঠাগারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অ্যাড হেলাল উদ্দিন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আজকের ইফতার মাহফিলে উপজেলার সকল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত হয়ে আমাকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয় ও তৃনমূলের নেতাই হবে উপজেলা চেয়ারম্যান। আমাকে করেন বা অন্য কাউকে করেন। আমাকে যদি আপনারা ভালো মনে করেন তাহলে আমাকে সমর্থন করবেন। আমি মনে করি কচুয়ার অভিভাবক স্থানীয় সাংসদ কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড.সেলিম মাহমুদ তৃনমূল আওয়ামী লীগের নেতাদের মতামত মূল্যায়ন করবেন সে বিশ^াস ও আস্থা তাঁর প্রতি আমার আছে। নেতা আমাকে এতো যে বেশি ভালোবাসে তা আমি কখনো ভাবতে পারেনি। আমাদের নেতা স্মার্ট নেতা,চেয়ারম্যান পদে স্মার্ট প্রার্থী তাঁর পছন্দ। আমার বিশ^াস নেতার পছন্দের প্রার্থী আমি।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ¦ জাবের মিয়া,পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, আশ্রাফপুর ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল মুন্সী সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.মিন্নত আলী তালুকদার, পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকুল ইসলাম,বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহাগ খান,পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আহাদ,সাধারন সম্পাদক ওমর ফারুক, গোহট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমিন উদ্দিন, কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন মুন্সী,সাধারন সম্পাদক শাহাদাত হোসেন মেম্বার,কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল হক টগর,আশ্রাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.শফিকুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা,ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শেষে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শ্যামলী খান দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।