কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মোস্তফা কামাল। তিনি গত বৃহস্পতিবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমানের কাছ থেকে দায়িত্বভার গ্রহন করেন।
এ সময় নুরুল আজাদ কলেজ গভর্নিং বডির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের অস্ট্রেলিয়া সিডনি শাখার সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতার জৈষ্ঠ্য সন্তান ফয়সাল আজাদ রুবেল, কলেজ গভর্নিং বডির সদস্য মো.আব্দুল হান্নান মজুমদার, সহকারি অধ্যাপক ফরহাদ হোসেন তালুকদার,লেয়াকত আলী,মোস্তাফিজুর রহমান,প্রভাষক মো.আনোয়ার হোসেন,কাদলা ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক আমির হোসেন,সমাজ সেবক বোরহান উদ্দিন প্রধানসহ কলেজের গভর্নিং বডির সদস্য,শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে তাঁর ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য অত্যন্ত সুষ্ঠু, সঠিক ও যথাযথভাবে পালন এবং শিক্ষার গুনগত মান উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা দোয়া কামনা করেছেন।