চাঁদপুরে ঈদে যাত্রীদের দুর্ভোগ বন্ধে লঞ্চঘাট ও সড়ক পথ পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে চাঁদপুর সদর মডেল থানাধীন সড়ক, বাস স্ট্যান্ড ও লঞ্চ ঘাটে যাত্রীদের হয়রানি বন্ধে সড়ক, বাস স্ট্যান্ড ও লঞ্চ ঘাট এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ঢাকা হতে আগত ও বহিঃগামী যাত্রীদের সাথে কথা বলেন পুলিশ সুপার এবং যাত্রাপথে কোন হয়রানির শিকাড় হয়েছেন কিনা সে সম্পর্কে অবগত হন। তিনি বলেন সকল গুরুত্বপুর্ন মোড়/পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে, ঈদ উপলক্ষে যাত্রী হয়রানির বা অতিরিক্ত ভাড়া আদায় সংক্রান্ত কোন অভিযোগ আসলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ইয়াসির আরাফাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, জেলা গোয়েন্দা শাখা (ডিএসবি) ইনচার্জ মনিরুল ইসলাম, চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান, চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত আবদুর রাজ্জাকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।