চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সিলিং ফ্যানে একসঙ্গে ঝুলন্ত অবস্থায় মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার চরমদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই এলাকার দুবাই প্রবাসী আরিফ হোসেন রাঢ়ির স্ত্রী সীমা ও তার চার বছরের মেয়ে আরিফা এবং দুই বছরের মেয়ে আরিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম। জানা গেছে, আরিফ হোসেন রাঢ়ি একমাস আগে মধ্যপ্রাচ্যের দুবাই থেকে দেশে ফেরেন। প্রায় কয়েকদিন থেকে রাঢ়ি ও সীমার মধ্যে ঝগড়া হচ্ছিল। এরই জেরে স্ত্রী সীমা আক্তার সন্তানদের নিয়ে আত্মহত্যার পথ বেছে নেন। তবে ঘটনার সময় স্বামী আরিফ রাঢ়ি বাড়িতে ছিলেন না।
ওসি সাইদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, দুই সন্তানকে নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই গৃহবধূ। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।