চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রেবেকা সুলতানা মুন্না মনোনয়নপত্র জমা ও গণসংযোগ করেন। গতকাল রোববার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকতের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
বিকেল থেকে রাত পর্যন্ত রেবেকা সুলতানা মুন্না নিজ গাছতলা, ইচুলীঘাট, ঢালীঘাট, ঢালীঘাট বাজার, জব্বার ঢালীর দোকান এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা করেন। এসময় তিনি ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়, দোয়া, সমর্থন ও ভোট প্রার্থনা করেন।
নির্বাচনী প্রচারণা ও শুভেচ্ছা বিনিময়কালে আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ ও ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগ ও প্রচার-প্রচারণাকালে রেবেকা সুলতানা মুন্না বলেন, আমি আপনাদের এলাকার মেয়ে ও বোন। আমার বাবা বিএলএফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম রাজ্জাকুল হায়দার খান সিমু আপনাদের বালিয়া ইউনিয়নের ২বার চেয়ারম্যান ছিলেন। আমার বাবা মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সেবা করে গেছে। তেমনি আমিও আপনাদের সেবা করার জন্য চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি আশাকরি আপনাদের মেয়ে ও বোন হিসেবে আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে সেবা করার সুযোগ দিবেন।
উল্লেখ্য, রেবেকা সুলতানা মুন্না বালিয়া ইউনিয়ন পরিষদের ২ বারের সফল চেয়ারম্যান, রণাঙ্গনের সাহসী বিএলএফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম রাজ্জাকুল হায়দার খান সিমুর জ্যেষ্ঠ কন্যা।
তিনি চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ২০০৪ সালে প্রানী বিজ্ঞান বিষয়ে বিএসসি অনার্স সম্পন্ন করেন। পড়াশুনার পাশাপাশি তিনি ছাত্র রাজনীতি সাথে জড়িয়ে পড়েন। তিনি ছিলেন কলেজ ছাত্রলীগের কমনরুম বিষয়ক সম্পাদক।
এছাড়াও রাজনীতির সকল কর্মকাণ্ডে দৃঢ়তার কাজ করে গেছেন সেই ১৯৯৬ থেকে বর্তমান সময়ে। চাঁদপুরের জাতীয় নির্বাচনগুলোতেও সক্রিয়তার সাথে দায়িত্ব পালন করেছেন।