চলমান তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে এবং কেন্দ্রীয় সংসদের নির্দেশে চাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরাফাত সানি উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করা হয়েছে।
পৌর ছাত্রলীগ নেতা আরাফাত সানি’র উদ্যোগে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠের চার দিক সহ শহরের বিভিন্ন পরিত্যক্ত স্থানে ফলজ, বনজ শতাধিক গাছ রোপন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা শুভ দেওয়ান তানভীর হাসান, পিয়াস মিয়াজী, রাজু মিজি,মোঃ অন্তু, রিমন, আদর প্রধানিয়া, অলী প্রধানিয়া, তানভীর, সাকিব, অনিক, রাহুল, মিশু, রজিন ও ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এক সাক্ষাৎ কারে ছাত্র লীগ নেতা আরাফাত সানি বলেন ‘সাম্প্রতিক তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লক্ষের অধিক বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করছে। ইনশাআল্লাহ বাংলাদেশ ছাত্র লীগ নিদিষ্ট সময়ের মধ্যেই লক্ষ্য পূরণ করবে। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তাপমাত্রা বৃদ্ধির ফলে সমগ্র দেশজুড়েই হিট এলার্ট চলছে, এমতাবস্থায় ক্রমবর্ধমান তাপমাত্রা সহনশীল পর্যায়ে নিয়ে আসা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশটাকে সুশীতল করার লক্ষ্যে ছাত্রলীগের এই কার্যক্রম। ইনশাল্লাহ বর্ষা মৌসুম শেষ হওয়ার পূর্ব পর্যন্ত ধারাবাহিকভাবে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে, আসুন জলবায়ু পরিবর্তন জনিত কারণে ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধি প্রতিরোধে সবাই মিলে বৃক্ষরোপণ করি,দেশ এবং মানুষের জন্য সুশীতল পরিবেশ ফিরিয়ে আনার জন্য কাজ করি।