আজ সকাল ১১ টায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন(বাজুস) চাঁদপুর জেলা শাখার এক মতবিনিময় সভা চাঁদপুর চেয়ারম্যান ঘাটস্থ ইওরোএশিয়া রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ মোস্তফা ফুল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মানিক পোদ্দার-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব মোঃ রিপনুল হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক জনাব মোঃ ইমরান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য জনাব মোঃ মজিবর রহমান খান। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বাজুস চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মানিক মজুমদার, জয়রাম রায়, সহ-সাধারণ সম্পাদক নজির আহমেদ, রঞ্জন ঘোষ, জামিল আহমেদ, চাঁদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক, মতলব দক্ষিন উপজেলা শাখার সভাপতি অজিত সরকার, মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী বিকাশ, শাহরাস্তি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমীর পাল, কচুয়া উপজেলা শাখার সভাপতি কিরন স্বর্ণকার, ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক লিটন দাস, হাইমচর উপজেলা শাখার সভাপতি রিপন স্বর্ণকার ও পল্টন বনিক প্রমুখ। বক্তাগন বাজুস -কে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার জন্য বাজুস কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব সায়েম সোবহান আনভীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে বাজুসের মাধ্যমে দেশের জুয়েলারী শিল্প একসময় বিদেশে স্বর্ণালংকার রপ্তানি করে দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।