ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখন চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা। এ নির্বাচনে প্রচারণায় বিঘ্ন ও কর্মী সমর্থকদের হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আইয়ুব আলী বেপারী।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১৫টি ওয়ার্ডের কয়েকটি ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করতে গিয়ে আমার কর্মী সমর্থকরা প্রতিনিয়ত বাধা, হুমকি ও সন্ত্রাসী হামলার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে পৌর ১৫নং ওয়ার্ড, তরপুরচন্ডি ও কল্যাণপুর ইউনিয়নে আমি কোনো প্রচার-প্রচারণা চালাতে পারছি না। ভোটের দিন পৌরসভার ১২, ১৩, ১৪, ১৫নং ওয়ার্ড এবং তরপুরচন্ডি, বিষ্ণপুর, আশিকাটি ও কল্যাণপুর ইউনিয়নে আমার কোনো পোলিং এজেন্ট ঢুকতে দেবে না বলে হুমকি দিয়েছে। এই নিয়ে আমি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে একটি অভিযোগ দিয়েছি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনে চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত , সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।