চাঁদপুরের কচুয়া উপজেলার মনপুরা-নয়াকান্দি মাঠে ফসলি জমি নষ্ট করে মাটি কাটার অভিযোগে ভেকু বিকল করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি। ফলে স্থানীয় জনসাধারন ও সচেতন মহল সাধুবাদ জানিয়েছে প্রশাসনকে।
জানা গেছে, উপজেলার মনপুরা-নয়াকান্দি উত্তর পূর্ব বিলে সরকারি খাল বন্ধ করে একই এলাকা চকমোহাম্মদ গ্রামের ছিকু মিয়ার ছেলে ইউসুফ মিয়া ও মনপুরা গ্রামের আব্দুল মালেকের পুত্র ইউনুস মিয়া গত কয়েক দিন ধরে প্রভাব খাটিয়ে ভেকু বসিয়ে মাটি কেটে ট্রাক দিয়ে বিক্রি করে আসছে। এ সংবাদ পেয়ে প্রশাসনের লোকজন তা বিকল করে দেয়। এসময় কচুয়া থানার এসআই যশমন্ত সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কচুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি জানান, ফসলি জমি নষ্ট করে মাটি বিক্রি করা বেআইনী। কোথাও অবৈধ ভাবে মাটি বিক্রি করলে অভিযানের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।