কচুয়া প্রেসক্লাবের মাসিক সভায় সাংবাদিক নেতৃবৃন্দ
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের প্রার্থী সাংবাদিক রাকিবুল হাসান বিজয়ী হলে সাংবাদিকরাই সম্মানিত হবেন
আগামী ২৯ মে ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে লড়ছেন কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. রাকিবুল হাসান। কচুয়া প্রেসক্লাবের সাবেক এ সভাপতি রাকিবুল হাসানের সমর্থনে এক ও অভিন্ন হয়ে কাজ করে তাকে বিজয়ী করার লক্ষে বৃহস্পতিবার বিকেলে কচুয়া প্রেসক্লাব মিলনায়তনে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তুষ পোদ্দারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আবুল হোসেন, মানিক ভৌমিক, সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল, সহ-সভাপতি কবি আলী আক্কাস তালুকদার, আফাজ উদ্দিন মানিক, যুগ্ন-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাকিব, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক ওমর ফারুক সাঈম, সদস্য বিল্লাল মাসুম প্রমুখ। সভায় ভবিষ্যতে সকল সাংবাদিকদের সম্মানের স্বার্থে যার যার এলাকায় ভোটারদের ভোট দানে উৎসাহিত করতে এবং এক ও অভিন্ন হয়ে সাংবাদিক রাকিবুল হাসানকে আগামী ২৯ মে অনুষ্ঠিত নির্বাচনে তালা প্রতীকে বিজয়ী করতে কাজ করার আহবান জানান।