ইসলামের তৃতীয় পবিত্র স্থান মসজিদ আল-আকসা মসজিদে ছাগল নিয়ে প্রবেশের চেষ্টা করেছেন এক ইহুদি তরুণী। তিনি তার জামার নিচে ছাগলটি রেখেছিলেন। ইসলামের তৃতীয় পবিত্র স্থান মসজিদ আল-আকসা মসজিদে ছাগল নিয়ে প্রবেশের চেষ্টা করেছেন এক ইহুদি তরুণী। তিনি তার জামার নিচে ছাগলটি রেখেছিলেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ওই নারী— অন্তঃস্বত্তার ভান করে আল-আকসার ভেতরে যাওয়ার চেষ্টা করে। তবে পুলিশ কর্মকর্তারা ছাগলের ডাক শুনতে পান এবং তরুণীর জামার নিচে কোনো কিছু নড়তে দেখেন। এরপর ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ছাগলটিও দমবন্ধ হয়ে মারা যায়।
গত কয়েক বছর ধরে উগ্রবাদী ইহুদিরা জেরজালেম শহরের পবিত্র এ স্থানে প্রাণী বলি দেওয়ার চেষ্টা চালাচ্ছে। যেটি বিবলিক্যাল সময়ে হতো। প্রত্যেক বছর পাসওভারের আগে আল-আকসা মসজিদে পশু বলি দেওয়ার চেষ্টা চালায় উগ্রবাদী ইহুদিরা। তবে দখলদার ইসরায়েলের কর্মকর্তারা এই অনুমতি দেয় না। কারণ তাদের ধারণা, আল-আকসায় পশু বলি দিতে দিলে পবিত্র এ স্থানের পবিত্রতা রক্ষার যে নীতি আছে সেটি লঙ্ঘন হবে এবং ওই অঞ্চল থেকে তাদের ওপর ব্যাপক চাপ আসবে।