ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেছে চাঁদপুর জেলা পুলিশ।
ঘূর্ণিঝড়/জলোচ্ছ্বাসের প্রাক-প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসে কর০ণীয়ঃ
★আপনার ঘরগুলোর অবস্থা পরীক্ষা করুন। আরও মজবুত করার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। যেমন: মাটিতে খুঁটি পুঁতে দড়ি দিয়ে ঘরের বিভিন্ন অংশ বাঁধা।
★পূর্বাভাস পাওয়া মাত্রই নিকটবর্তী নিরাপদ আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন।
★আপনার অতি প্রয়োজনীয় কিছু দ্রব্যসামগ্রী যেমন- চাল, ডাল, দিয়াশলাই, শুকনো কাঠ, পানি, ফিটকিরি, প্রাথমিক চিকিৎসা সামগ্রী, ওরস্যালাইন ইত্যাদি পানি নিরোধন পলিথিন ব্যাগে অথবা শুকনা জায়গায় সংরক্ষণ করুন।
★গৃহপালিত পশু-পাখি (গরু-ছাগল, হাঁস-মুরগী) নিকটস্থ উঁচু স্থানে বা নিরাপদ স্থানে রাখুন।
★আশ্রয় নেওয়ার জন্য নির্ধারিত বাড়ির আশপাশে গাছের ডালপালা আসন্ন ঝড়ের আগেই কেটে রাখুন, যাতে ঝড়ে গাছগুলো ভেঙে বা উপড়ে না যায়।
★প্রতি ১৫ মিনিট পর পর ঘূর্ণিঝড়ের খবর শুনতে থাকুন।
★দলিলপত্র ও টাকা-পয়সা পলিথিনে মুড়ে নিরাপদ স্থানে রাখুন।
★টিউবওয়েলের মাথা খুলে পৃথকভাবে সংরক্ষণ করুন এবং টিউবওয়েলের খোলা মুখ পলিথিন দিয়ে ভালোভাবে আটকে রাখুন,যাতে ময়লা বা লবণাক্ত পানি টিউবওয়েলের মধ্যে প্রবেশ না করতে পারে।
★বিশেষ প্রয়োজনে জেলা পুলিশের হটলাইন নম্বর- 01320-116898 অথবা ৯৯৯ এ যোগাযোগ করুন।
আপনার নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ সবসময় আপনার পাশে আছে।