মতলব উত্তর উপজেলায় আলমগীর হোসেন মুন্সি (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে করা মামলার রায়ে তাঁর ৫ বছরের সাজা হয়। ১৯৯৮ সালে ঢাকার একটি আদালত ওই সাজা দেন। ওই সাজা এড়াতে তিনি ২৬ বছরের বেশি সময় ধরে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ান। অবশেষে ঢাকার মুগদা এলাকার একটি বাড়ি থেকে মতলব দক্ষিণ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গতকাল শুক্রবার রাতে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি মতলব উত্তর উপজেলার বালুচর গ্রামে। মতলব উত্তর থানার পুলিশ জানায়, ১৯৯৭ সালে ঢাকার মতিঝিল থানায় আলমগীর হোসেন মুন্সির নামে ছিনতাই ও ডাকাতির আইনে মামলা হয়। ওই থানার পুলিশ মামলাটি করে। ১৯৯৮ সালে ঢাকার একটি আদালতে ওই মামলার রায় দেন। এতে তার পাঁচ বছরের কারাদণ্ড হয়। আদালতের শুনানিতে ধারাবাহিকভাবে অনুপস্থিত থাকায় ওই আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সাজা ও গ্রেপ্তার এড়াতে আলমগীর দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ান।
সূত্রটি আরও জানায়, পাঁচ বছরের সাজা এড়াতে টানা ২৬ বছরের বেশি সময় পালিয়ে বেড়ানোর পর অবশেষে শুক্রবার রাতে ঢাকার মুগদা এলাকার একটি বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ আলমগীরকে গ্রেপ্তার করে। ওই অভিযান পরিচালনা করেন মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া।
মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার ওই ব্যক্তিকে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মতলব উত্তর উপজেলায় আলমগীর হোসেন মুন্সি (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে করা মামলার রায়ে তাঁর ৫ বছরের সাজা হয়। ১৯৯৮ সালে ঢাকার একটি আদালত ওই সাজা দেন। ওই সাজা এড়াতে তিনি ২৬ বছরের বেশি সময় ধরে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ান। অবশেষে ঢাকার মুগদা এলাকার একটি বাড়ি থেকে মতলব দক্ষিণ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গতকাল শুক্রবার রাতে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি মতলব উত্তর উপজেলার বালুচর গ্রামে। মতলব উত্তর থানার পুলিশ জানায়, ১৯৯৭ সালে ঢাকার মতিঝিল থানায় আলমগীর হোসেন মুন্সির নামে ছিনতাই ও ডাকাতির আইনে মামলা হয়। ওই থানার পুলিশ মামলাটি করে। ১৯৯৮ সালে ঢাকার একটি আদালতে ওই মামলার রায় দেন। এতে তার পাঁচ বছরের কারাদণ্ড হয়। আদালতের শুনানিতে ধারাবাহিকভাবে অনুপস্থিত থাকায় ওই আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সাজা ও গ্রেপ্তার এড়াতে আলমগীর দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ান।
সূত্রটি আরও জানায়, পাঁচ বছরের সাজা এড়াতে টানা ২৬ বছরের বেশি সময় পালিয়ে বেড়ানোর পর অবশেষে শুক্রবার রাতে ঢাকার মুগদা এলাকার একটি বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ আলমগীরকে গ্রেপ্তার করে। ওই অভিযান পরিচালনা করেন মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া।
মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার ওই ব্যক্তিকে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।