মেঘনা নদীতে নিষিদ্ধ জালে মাছ ধরায় পাঁচ জেলেকে আটক করেছে পুলিশ। একই সময় জব্দ করা হয় ৯০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি মাছ ধরার নৌকা। শনিবার (২৫ মে) রাতে এসব তথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
আটকরা হলেন, মো. সোবহান মিজি (৫২), ইয়া রাসুল (২০), মো. শামীম চৌকিদার (২২), মোবারক মিজি (১২) ও মুকবিল হোসেন (১০)। এদের বাড়ি জেলার মতলব উত্তর উপজেলার এখলাছপুর ও জহিরাবাদ ইউনিয়নে।
ওসি কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে মেঘনা নদীর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের শিলারচর নামক স্থান থেকে নিষিদ্ধ জালে মাছ ধরা অবস্থায় এসব জেলেদের আটক করা হয়। ওসি আরও বলেন, আটকদের মধ্যে তিনজনের বিরুদ্ধে মৎস্য আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। বাকি দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। জব্দকৃত নৌকা মামলার আলামত হিসেবে নৌ থানা হেফাজতে আছে।