রেমালের তাণ্ডব পরিদর্শন করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল হায়দার সংগ্রাম
চাঁদপুর ঘূর্ণিঝড়ের রেমালের তাণ্ডব পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সদ্য ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হায়দার সংগ্রাম। মঙ্গলবার ২৮ মে বিকেল ৫ টায় পুরান বাজার রনগোয়াল এলাকায় পরিদর্শন ওই এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কুশল বিনিময় করেন। এদিকে, টানা বৃষ্টিতে এরই মধ্যে চাঁদপুর সদর উপজেলার পুরানবাজার রনগোয়াল, রাজরাজেশ্বর ইউনিয়ন, ইব্রাহিমপুর ইউনিয়ন, বিভিন্ন এলাকায় পানি জমে মানুষের চলাচলে ভোগান্তি হচ্ছে। এছাড়া, চাঁদপুর আরো বিভিন্ন স্থানে ‘রেমাল’ এর তাণ্ডবে গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। পানিতে রাস্তা তলিয়ে যাওয়ায় অনেক স্থানে সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ হয়ে আছে।