ঘুর্ণিঝড় রেমালের তান্ডবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছুটে যান চাঁদপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা মুন্না। গতকাল বৃহস্পতিবার সকালর চাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ডের পুরাণ বাজার রনগোয়াল এলাকায় পরিদর্শন গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত মানুষদের খোঁজ -খবর নেন। এসময় রেবেকা সুলতানা মুন্না ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখের ও কষ্টের কথা শুনেন এবং তাদের পাশে সবসময় থাকার আশ্বাস দেন।
নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা মুন্না বলেন, বিপদাপদ আমাদের ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। বিপদাপদ আসে আল্লাহর পক্ষ থেকে। আমাদের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। রাষ্ট্রের সাথে আমাদেরকে তাদের প্রতি সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে পুরাণ বাজারসহ বিভিন্ন এলাকায় শহর রক্ষা বাঁধ দেবে যায়। এতে আনেক পরিবার ক্ষতিগ্রস্ত মৎস্য, কৃষি, প্রাণি ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে নদির পাড় ভেঙে পানির প্লাবনে মানুষের ঘর-বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।