চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান। বৃহস্পতিবার (৩০ মে) চাঁদপুর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম(বার) নিকট হতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর সম্মাননা স্মারক গ্রহন করেন তিনি। এনিয়ে জেলায় ২য় বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন। এ সময় জেলার সকল উর্ধতন কর্মকর্তা, সকল থানার ওসি এবং বিভিন্ন থানা-ফাঁড়ি-ক্যাম্পের অফিসার ফোর্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্র জানায়,আইন-শৃঙ্খলা রক্ষা,অপরাধ দমন,অপরাধীদের আটক,মামলা গ্রহণ,বিচারে সহায়তা,সড়কে শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা,প্রটোকল,অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন দায়িত্ব পালন করায় চাঁদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন কচুয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান। তার এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।