চাঁদপুরের ফরিদগঞ্জে মাছ শিকার করতে গিয়ে শাহাদাৎ হোসেন ব্যাপারী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২ জুন) রাত ১০টার দিকে উপজেলার কামতা গ্রামের সুইচগেট এলাকায় ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে।
শাহাদাৎ হোসেন উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের বাঘপুর গ্রামের মৃত শহিদউল্যাহ ব্যাপারীর ছেলে। সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বেলায়েত হোসেন ঢাকা পোস্টকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, রোববার রাতে শাহাদাৎ ও তার ভাই তাজু ওই এলাকায় মাছ শিকার করতে যান। এ সময় একটি মাছ দেখতে পেয়ে তাজু টেঁটা দিয়ে কোপ দেন। আর শাহাদাৎ নদীতে নেমে টেঁটা থেকে মাছটি ধরতে গেলে হঠাৎ তাকে যেন কেউ নদীতে টেনে নিয়ে যাচ্ছে এমন মনে হয়। এ সময় তার ভাই তাজু তাকে বাঁচাতে নদীতে নামলে তাকেও নদীতে টেনে নিয়ে যাচ্ছে এমন কিছু অনুভব করেন। তাজু কোনোভাবে নদীর পাড়ে উঠতে সক্ষম হলেও শাহাদাৎ পারেননি।
তিনি আরও বলেন, ওই স্থানে অনেকেই মাছ শিকার করছিলেন। তাদের ডাক-চিৎকারে লোকজন গিয়ে শাহাদাৎকে মৃত অবস্থায় উদ্ধার করে। তবে তার শরীরের কোথাও কোনো আঘাত কিংবা জখমের চিহ্ন পাওয়া যায়নি। তাজুর অবস্থা আশঙ্কাজনক। তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানা পুলিশের এসআই মো. মহিউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।