চাঁদপুরের মতলব উত্তরে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ জুন) উপজেলার রায়েরকান্দি এলাকা থেকে আসামি ফয়সালকে (৩৪) গ্রেফতার করা হয়। ফয়সাল উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের ফজলুল করিম সরকারের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার হাজী ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ছিলেন ফয়সাল সরকার। সে সুবাদে এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রী তার কাছে প্রাইভেট পড়তে আসতো। গত ৮ মার্চ প্রাইভেট পড়তে গেলে পানির সঙ্গে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে তাকে ধর্ষণ করেন ফয়সাল। বিষরটি জানাজানি হলে ফয়সালকে বিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়।এরপর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার কথা বলে কালক্ষেপণ করেন ফয়সাল। সোমবার তাকে মীমাংসার কথা বললে তিনি উল্টো ভয় দেখান। পরে ভিকটিমের মা বাদী হয়ে ফয়সালের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মামলা করেন। এরপর তাকে গ্রেফতার করে পুলিশ। পরে ফয়সালকে আদালতে সোপর্দ করা হয়।মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, মামলা হওয়ার পরপরই পুলিশ ফয়সালকে গ্রেফতার করে।