অদ্য ০৯/০৬/২০২৪ খ্রি. তারিখ রবিবার চাঁদপুর সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং অনার্স ১ম বর্ষ নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ‘মরহুমা আয়েশা খাতুন শিক্ষাবৃত্তি’ ও ‘মরহুম আব্দুর রহমান শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়। কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইকবালুর রহমান এর সভাপতিত্বে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নুরুননাহার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃত্তিদাতা পরিবারের সদস্য ডাঃ এস এম সহিদ উল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক জীবন কানাই সাহা ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ এনামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সকল শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, নারী শিক্ষার ক্ষেত্রে সহযোগিতার জন্য বৃত্তি প্রদানকারী পরিবারকে ধন্যবাদ জানান। বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের প্রস্তুত করে এগিয়ে আসার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান।
বৃত্তি দাতা পরিবারের সদস্য বিশেষ অতিথি ডাঃ এস এম সহিদ উল্লাহ বলেন, এই বৃত্তি প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমানের ভূয়ষী প্রশংসা করেন ও প্রচলিত এই বৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে বৃত্তির সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইকবালুর রহমান বৃত্তি দাতাকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, এই বৃত্তি অত্র কলেজের শিক্ষার্থীদের মধ্যে ভালো ফলাফল করার প্রতিযোগিতা বৃদ্ধি করেছে। এই প্রতিযোগিতার ফলে ভবিষ্যতে অত্র কলেজের শিক্ষার্থীরা আরো ভালো ফলাফল করে কলেজের সুনাম বৃদ্ধির পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে।
“মরহুমা আয়েশা খাতুন শিক্ষা বৃত্তি” প্রাপ্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা হলো- উম্মে নাফিসা নোভা, আম্বিয়া লাবনী, নুরুন্নাহার ফাহমিদা, মারিয়াম আক্তার ও ইশরাত জাহান । মানবিক বিভাগের শিক্ষার্থীরা হলো- সুমাইয়া আফরোজ, নূর হালিজা তৃষা, ফাতেমা নূর রাহা, মরিয়ম আক্তার ও নাজিফা তাহসিন ।
ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা হলো- লাভনী আক্তার, হুমায়রা তাবাস্সুম, ফাতিহা তাবাস্সুম, কাশপিয়া ও সুমাইয়া আক্তার ।