চাঁদপুরের মতলব দক্ষিণ পৌরসভা এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) বিকেলে পাঁচটার দিকে পৌরসভার চরপাথালিয়া এলাকার দেওয়ান বাড়িতে এঘটনা ঘটে।
নিহত দুই স্কুল শিক্ষার্থী হলো- ওই বাড়ির মো. দুলাল দেওয়ানের মেয়ে নুসরাত আক্তার (৯) এবং মো. রিপন দেওয়ানের মেয়ে মিথিলা আক্তার (৯)। তারা দুজনেই চরনিলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, আজ স্কুল ছুটির পর ওই দুই শিক্ষার্থী বাড়ি যায়। পরে দুজনে একসঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। তাদেরকে বাড়ির লোকজন উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করে মতলব দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা বলেন, শিশু দুটি বাড়ির পাশে পুকুরে একসঙ্গে গোসল করতে যায়। তাদের বাড়িতে আসতে দেরি দেখে পরিবারের সদস্যরা পুকুর পাড়ে খোঁজ নিতে যায়। সেখান গিয়ে দেখে পুকুরের পাড়ে তাদের কাপড় পড়ে আছে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুরে নেমে তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।