পবিত্র ঈদুল আজহার আগে শতভাগ পোশাক কারখানার বেতন ও উৎসব ভাতা পরিশোধ করা হয়েছে বলে দাবি করেছে পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
শনিবার (১৫ জুন ) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিএমইএ জানায়, চালু কারখানার সংখ্যা ঢাকায় ১৮৩৫টি এবং চট্টগ্রামে ৩২৫টি। সব মিলিয়ে বর্তমানে চালু কারখানা ২১৬০টি। ইতোমধ্যে এসব কারখানার মে মাসের বেতন শতভাগ পরিশোধ করা হয়েছে। ঈদুল আজহার উৎসব ভাতা প্রদান করা হয়ে শতভাগ কারখানায়। তবে ৪টি কারখানায় উৎসব ভাতা প্রদান প্রক্রিয়াধীন রয়েছে, যা আজকের মধ্যেই পরিশোধ করা হবে।
আর কোথাও বেতন-ভাতা পরিশোধ বাকি রয়েছে, এ রকম কোন তথ্য নেই বিজিএমইএর কাছে।
সরকারের আহ্বানে সাড়া দিয়ে বিজিএমইএর অনুরোধের পরিপ্রেক্ষিতে পোশাক কারখানাগুলো ১৩ জুন থেকে পর্যায়ক্রমে ১৫ জুনের মধ্যে সকল শ্রমিকদের ছুটি প্রদান করা হয়েছে।