কচুয়া উপজেলা পরিষদের আয়োজনে ২০২৩-২০২৪ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) এর আওতায় উপজেলার সাচার ইউনিয়ন, আশ্রাফপুর ইউনিয়ন ও বিতারা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ,শিক্ষা উপকরণ বিতরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের হাতে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.এহসান মুরাদ শিক্ষা উপকরণ তুলে দেন।
এসময় উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা মো.আব্দুল আলীম লিটন,আশ্রাফপুর ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল,উপজেলা উপ-সহকারি প্রকৌশলী মো.কামাল হোসেন,কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য সোহেল মাহমুদ,ইউপি সদস্য আবু সাঈদ,আব্দুর রহমান,সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আলমগীর হোসেন মোল্লা,মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আমান উল্লাহসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।