হাইমচর সরকারি কলেজের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
২৫ জুন (মঙ্গলবার) সকালে হাইমচর সরকারি কলেজের মিলনায়তনে বিদায় ও দোয়া অনুষ্ঠানে হাইমচর সরকারি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত), কামরুল ইসলাম এর সভাপতিত্বে ও ইংরেজি প্রভাষক মরিয়ম শাহরিয়ার (সুমি) এর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা ভূমি কর্মকর্তা নিরুপম মজুমদার। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, পরিক্ষা উপকমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, ওসি তদন্ত অলিউল্লাহ, হাইমচর মহাবিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান মুকুল, ইংরেজি বিভাগের অধ্যাপক মুকবুল হোসেন, আইসিটি বিভাগ অধ্যাপক শহিদুল্লাহ, সমাজকর্ম বিভাগের অধ্যাপক আবদুল আল মামুন, মোঃ রবিউল ইসলাম, হেলাল উদ্দিন।
এসময় হাইমচর সরকারি কলেজের পক্ষ হতে সাংবাদিক ও কলেজ পর্যাের শ্রেষ্ঠ শিক্ষকদের ফুল দিয়ে বরন করেন। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকও অভিভাবক সহ শিক্ষার্থীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে দেশ দেশের সকলের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।।