চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম শফিকুর রহমান দুলাল ভূঁইয়ার ৭তম মৃত্যুবার্ষিকী আজ।
চাঁদপুর পৌরসভা ১১ নং ওয়ার্ড এর মধ্য ইচলীতে অবস্থিত ভূঁইয়া বাড়ির নিজ বাসভবনে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আজ বাদ আছর পারিবারিকভাবে দোয়া ও মিলাদ এর আয়োজন করা হয়েছে। আত্মীয়-স্বজন, প্রতিবেশী, পরিচিতজনদের এ দোয়ায় অংশগ্রহণ করার বিশেষ অনু্রোধ জানানো হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ শফিকুর রহমান দুলাল ভূঁইয়া এক সৎ, নির্ভিক ও সাহসী মানুষ ছিলেন। যুদ্ধ চলাকালীন ১নং সেক্টরে তিনি জীবনবাজি রেখে স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদান রাখেন।
তিনি চাঁদপুর নয়, বীর বাঙ্গালীর গৌরব। এছাড়াও তিনি আওয়ামী লীগের রাজনীতি এবং বিভিন্ন সামাজিক , সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত ছিলেন।
চাঁদপুরবাসীসহ পরিচিত, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, রাজনৈতিক সহকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের যারা দূর-দূরান্তে আছেন সকলের কাছে তাঁর পরিবারবর্গ দোয়া চেয়েছেন।