পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সমাবেশ আয়োজন করেছে সেতু বিভাগ।
মাওয়া প্রান্তের থানা সংলগ্ন এ মাঠেই পদ্মা বহুমুখী সেতু ও পদ্মা রেলসেতুর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল। উদ্বোধনের এক বছর পর সমাপনী অনুষ্ঠান হচ্ছে।এরই মধ্যে সেতু বিভাগের সচিব, সাবেক মন্ত্রিপরিষদ সচিব সেখানে বক্তব্য রেখেছেন। দেখানো হয়েছে ডকুমেন্টারি। প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হবে।