নাটোরের জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর ওপর হামলা পরিকল্পিত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
হুঁশিয়ারি উচ্চারণ করে রিজভী বলেন, বিরোধীদলের নেতাকর্মীদের রক্ত দেখতে প্রধানমন্ত্রী ভালো বাসেন তাই তার নির্দেশে এমপি শিমুল ও তার বাহিনী এ ন্যক্কারজনক হামলা করেছে। সব হামলার বিচার একদিন হবে।বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন বাচ্চুকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন রিজভী।তিনি বলেন, আহত বাচ্চু নাটোর জেলা বিএনপির প্রধান নেতা। তার ওপর বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এসময় আহত বাচ্চুর পরিবারের প্রতি সমবেদনা জানান।এসময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম তার সঙ্গে ছিলেন।