চাঁদপুর সদর উপজেলার উত্তর বালিয়া এলাকা থেকে ছয় মাস আগে অপহরণ হওয়া তিন বছর বয়সী এক কন্যা শিশুকে উদ্ধার করেছে এবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রোববার (০৭ জুলাই) রাতে পিবিআই চাঁদপুর জেলা কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জানাযায় শিশু কন্যা সদর উপজেলার উত্তর বালিয়া গ্রামের। মামলাটি তদন্তের কারণে পুরো পরিচয় তুলে ধরা হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পিবিআই চাঁদপুর জেলা কর্তৃক ০৩ বছর বয়সী কন্যা শিশুকে অপহরণ মামলার সূত্র ধরে শনিবার (০৬ জুলাই) রাতে চাঁদপুরের সদর থানা এলাকা হতে উদ্ধার করা হয়।
মামলার ভিকটিম শিশু মাহিয়া আক্তার (ছদ্মনাম) গত ২২ জানুয়ারি আনুমানিক বেলা ১১টার দিকে চাঁদপুর উত্তর বালিয়া নিজ বাড়ি হতে বের হয়ে রাস্তার দিকে গিয়ে পরবর্তীতে আর বাড়িতে ফিরে আসেননি। এই মর্মে মামলার বাদী ফাহিমা বেগম তার দায়ের কৃত অভিযোগে উল্লেখ করেন। বাদীর ধারণা পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীদের সহযোগিতায় অজ্ঞাতনামা বিবাদীগণ পরস্পর যোগসাজশে ভিকটিমকে ঘটনাস্থল হতে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এই বিষয়ে চাঁদপুর সদর থানায় গত ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় মামলা হলে সদর থানার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ প্রায় ৫ মাস তদন্ত করার পরেও ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়নি। যার ফলে আদালত মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে পিবিআই চাঁদপুরকে মামলাটির ভিকটিম উদ্ধার পূর্বক তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করেন।
পিবিআই চাঁদপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোস্তফা কামাল রাশেদ জানান, মামলাটি তদন্ত করেন পিবিআই উপ-পরিদর্শক (এসআই) মো. ফজলুর রহমান চৌধুরী। তিনি একটি বিশেষ দল তৈরি করে গোপন তথ্যের ভিত্তিতে গত ৬ জানুয়ারি রাতে চাঁদপুর সদর মডেল থানাধীন ঢালিরঘাট এলাকা হতে শিশুকে উদ্ধার করে।
//এইচ এম আরিফ হোসেন//