মতলব উত্তরে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এইচবিবি রাস্তা পরিদর্শন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের উত্তর সরদারকান্দি গ্রামে নবনির্মিত এইচবিবি রাস্তা পরিদর্শনে আসেন তিনি।
পরিদর্শনকালে পিআইও বলেন, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে এইচবিবি রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে পরিদর্শন করেছি এবং খুব তাড়াতাড়ি রাস্তাটি মেরামত করে জনগণের চলাচলের উপযোগী করা হবে। পরিদর্শনকালে সাবেক ইউপি সদস্য মাহবুব আলম মিস্টার, শ্রমিকলীগ নেতা শাহ আলম বেপারী, আলমগীর প্রধান প্রমুখ।