চাঁদপুর -২ ( মতলব উত্তর ও দক্ষিণ) নির্বাচনি এলাকার আমার প্রিয় শান্তিকামী ভাই ও বোনেরা আস্সালামু আলাইকুম।
আমি বিদেশে চিকিৎসাধীন আছি। গতকাল ৫ ই আগষ্ট দেশ ও জাতির ছাএ জনতার বহু তাজাপ্রান ও রক্তের বিনিময়ে আর একবার স্বাধীনতা অর্জন হলো । অবসান হল স্বৈরাচারের ও লুটেরাদের। প্রথমেই গভীর শ্রদ্ধা ও ছালাম জানাই শহীদ ভাই বোনদের আত্মার প্রতি ও সমবেদনা জ্ঞাপন করছি ওনাদের পরিবার পরিজনের প্রতি।
ছাত্র জনতা, শিক্ষক সহ সকল শ্রেণী ও পেশার মানুষের তাজা রক্তের বিনিময়ে আমাদের এই অর্জন দেশ ও জাতীয় স্বার্থে কাজে লাগাতে পারলেই শহীদ ভাই বোনদের আত্মা শান্তি পাবে। আমার নির্বাচনী এলাকার ছোট, বড়, ধনী, গরীব, সাদা ও কালো সকলের হৃদয়ে গভীর ক্ষত রয়েছে । তার পর ও আমি করজোড়ে অনুরোধ করব, আপনারা শান্ত থাকুন, যে কোন অঘটন থেকে বিরত থাকুন। কোন ধরনের সম্পদ, জান মাল ও ইজ্জতের ক্ষয়ক্ষতি, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের যেন না হয়, না করতে পারে, সে দিকে গভীর দৃষ্টি রাখুন। বিশেষ করে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদের প্রতি অনুরোধ, নিজে বিরত থাকুন অন্যকে বিরত রাখুন। অন্যায় কারীরা আমাদের ই প্রতিবেশী, আত্নীয় স্বজন, বন্ধু বান্ধব ওনাদের কে কাছে টানুন, স্বাভাবিক জীবন যাপন করার সুযোগ দিন। নিশ্চয়ই তাদের ভুল বুঝতে পারবেন। পাশাপাশি আমাদের এবং ওদের রাজনীতির আদর্শগত পার্থক্য বুঝতে পারবে, তখন ই হবে আমাদের রাজনৈতিক আদর্শের বিজয় ক্ষত বিক্ষত দেহ মন আর গত ১৫ বছরে
ভাজা পোড়া কলিজা আর সদ্য বুলেটের আঘাতে তাজা রক্ত মাখা হৃদয়ের নিয়েও ওদের কে ক্ষমার
অনন্য দৃষ্টান্ত স্থাপন করুন আর মিলে মিশে যার যার এলাকায় শান্তি প্রতিষ্ঠা করি। আমার নির্বাচনী এলাকার সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কে নিরাপত্তা দিয়ে মতলবের ঐতিহ্য ধরে রাখুন। আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষে প্রচার ও অনুরোধ করা হল।
ছালামান্তে,
ডঃ মুহাম্মদ জালাল উদ্দিন।