শেখ হাসিনার পদত্যাগের পর চাঁদপুরের মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলায় গতকাল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার (মায়া চৌধুরী) দুটি বাড়িতে দফায় দফায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গতকাল সোমবার সন্ধ্যায় ও আজ মঙ্গলবার সকালে এসব ঘটনা ঘটে। উত্তেজিত জনতা মায়া চৌধুরীর মতলব দক্ষিণ উপজেলা সদরের ও মতলব উত্তরের মোহনপুর এলাকার বাড়িতে হামলা চালিয়ে মালামাল লুট করে নিয়ে যান।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শেখ হাসিনা সরকারের পতনের খবর চাউর হলে মতলব দক্ষিণ ও মতলব উত্তর এলাকার বিক্ষুব্ধ কয়েক হাজার মানুষ সন্ধ্যার দিকে মায়া চৌধুরীর মতলব দক্ষিণের কলেজ রোডের বাড়িতে হামলা চালায়। এরপর আজ সকালে দফায় দফায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটতরাজ করা হয় মতলব উত্তরের বাড়িতে। এ সময় লোকজন ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়িটির সব মালামাল ও আসবাবপত্র পুড়ে গেছে। এ সময় ওই বাড়িতে মায়া চৌধুরী ও তাঁর স্বজনদের কেউই ছিলেন না। ওই বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান হামলার আগেই পালিয়ে যান।