চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন শিশুসহ বিএনপি-জামায়াতের এবং সাধারণ শিক্ষার্থীসহ শতাধিক নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১১টা থেকে এসব জামিন দেওয়া শুরু হয়। এর আগে সকাল থেকেই আসামিদের জন্য আদালতে জামিনের আবেদন জমা দেন আইনজীবীরা। বিকেল ৪টা পর্যন্ত ১০০ জন নেতাকর্মীর জামিন দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আদালত সূত্রে জানা গেছে, জেলার ৮টি উপজেলার বিভিন্ন থানায় বিভিন্ন নাশকতার মামলায় কারাগারে আটক থাকা বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের জামিন চাওয়া হয়। আদালতে দুইজন বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁদপুর নুরুল আলম সিদ্দিকের পৃথক আদালত তাদের এই জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়া কজন নেতাকর্মীর নাম জানা গেছে। এরা হলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন শিশু, যুবদল নেতা কাইয়ুম খান, জামায়াত নেতা মাওঃ আমিনুল ইসলাম, মাও জালাল হোসাইন, ইউছুফ মিয়াজী, শরীফ মুন্সি, মেহেদী হাসান রনি, রফিক মিয়াজী, ছাত্রশিবির নেতা আক্তার হোসেন শিহাব ও অন্যান্য।
আদালত সূত্রে জানা গেছে, শুনানিতে অংশ নেয় সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট দুলাল মিয়া পাটওয়ারী, অ্যাডভোকেট সেলিম আকবর, অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, অ্যাডভোকেট এটিএম মোস্তফা কামাল, অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, অ্যাডভোকেট কোহিনূর রশীদ, অ্যাডভোকেট মাইনুল, অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশসহ অন্যান্য আইনজীবীগণ।বিষয়টি নিশ্চিত করে আইনজীবী অ্যাডভোকেট এটিএম মোস্তফা কামাল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আটক হওয়ায় ১০ জন সাধারণ শিক্ষার্থী ও বিএনপি জামাতের নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছে।