চাঁদপুর মতলব দক্ষিণ বাইপাস সড়কে পানির টাংকি সংলগ্ন এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করতে গিয়ে মতলব সরকারি কলেজের বিএম শাখার দ্বিতীয় বর্ষের বৈষম্য বিরোধীছাত্র মোঃ সালাউদ্দিন (১৮) দুর্ঘটনার শিকার হন। পরে তাকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে এক্সরে রিপোর্টে দেখা যায় সালাউদ্দিনের বাম পা ভেঙে যায়। তার উন্নত চিকিৎসার জন্য পরে তাকে কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
প্রায় সারাদেশে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অনেক পুলিশ সদস্য। এর জেরে সারা দেশের থানাগুলো ছিল পুলিশশূন্য। এমনকি সড়কেও দেখা মেলেনি কোনো ট্রাফিক পুলিশের। ছাত্র-জনতার আন্দোলনের পর সরকারের পতন হওয়ার সাথে সাথে উদ্ভুত এই পরিস্থিতিতে সড়কের ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙ্গে পড়ে।
এমন পরিস্থিতিতে শুধু আন্দোলনের মাধ্যমে সরকার পতন ও দাবি আদায়ের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ না রেখে দেশকে পুনর্গঠনেও হাত লাগিয়েছে দেশের ছাত্র-জনতা। সারা বাংলাদেশর ছাত্রদের ন্যায় মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাও প্রাধানীয়া বাড়ির সলেমান প্রধানীয়ার ছেলে বি এম শাখার ২য় বর্ষের ছাত্র মোঃ সালাউদ্দিন শুরু থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করে আসছে। ১২ আগস্ট সোমবার সকাল ১০:৩০ ঘটিকায় মতলব দক্ষিণে বাইপাস সড়কের পানির ট্যাংকি এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালনের সময় রাস্তার মাঝে থাকা অবস্থায় একটি অটো এসে সরাসরি তার পায়ে থাক্কা মারে।
প্রভাতী কাগজ// অনলাইন ডেস্ক//এইচ এম আরিফ হোসেন//