কচুয়া উপজেলার সাচার দক্ষিণ বাজারে অবস্থিত রেঁনেসা মেডিকেল সেন্টারে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ হামলা ও ভাংচুর চালিয়ে হাসপাতালের সামনের ফার্মেসী, গ্লাস ও ক্যাশে থাকা নগদ টাকা লুটে নেয় হামলাকারীরা। এ ঘটনায় রেঁনেসা হাসপাতালের পরিচালক জিয়া উদ্দিন মজুমদার বাদী হয়ে মামুন দেওয়ান, মাসুদ দেওয়ান, মেহেদী হাসান আবির, শাকিল দেওয়ান, আলম খান, মিজানুর রহমান স্বপন, মনির হোসেন এর নাম উল্লেখ করে এবং ২০-২৫ জনকে অজ্ঞাত আসামী করে সোমবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।।
জানা গেছে, ৫ আগষ্ট শেখ হাসিনার পদত্যাগের পর রবিবার বিকেলে কচুয়া উপজেলার সাচার বাজারে মিছিল বের করে উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়কারী মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজী সমর্থিত নেতাকর্মীরা। বিকেল ৩টার দিকে সাচার উত্তর বাজার থেকে মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজীর নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে দক্ষিন বাজারে আসার সময় মিছিল দেওয়াকে কেন্দ্র করে সাচার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মাসুদ দেওয়ান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ পরানের সাথে হাতাহাতি হয়। এসময় মিছিল শেষে সাচার দক্ষিন বাজারে স্থানীয় বিএনপি’র দলীয় কার্যালয় উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী নেতা মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজী। পরে মিছিলে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে পুনরায় তাদের উভয়ের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এক পর্যায়ে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মাসুদ দেওয়ান এর নেতৃত্বে বেশ কিছু উশৃঙ্খল লোকজন দেশীয় লাঠি-শোটা দিয়ে রেঁনেসা মেডিকেল সেন্টারে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে এবং ক্যাশে থাকা নগদ ৪ লক্ষ টাকা ৩নং বিবাদী মেহেদী হাসান ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করেন। এসময় চিকিৎসা নিতে আসা রোগী ও সাধারন মানুষের মাঝে ভয়-আতঙ্ক দেখা দেয়। এছাড়া রেঁনেসা হাসপাতাল ভাংচুরের পর হামলাকারীরা সাচার উত্তর বাজারে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মো. জসিম উদ্দিন সবুজের পরিচালিত কেরামত আলী টিম্বার এর কাঠের দোকানে হামলা ও ভাংচুর করে। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
নাম প্রকাশে অনিশ্চুক অনেকে জানান, বিগত ১৫ বছরে আওয়ামীলীগ ক্ষমতায় থাকার পরেও রেনেঁসা মেডিকেল সেন্টারে কেউ হামলা করার সাহস পায়নি। অথচ ক্ষমতা পরিবর্তনের পর নিজেরা নিজেরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজনৈতিক হামলার সিকার হয় এ হাসপাতালটি। ফলে হাসপাতালের গ্লাস ও ফার্মেসীর মালামাল ভেঙ্গে ব্যাপক ক্ষতি সাধিত হয়। এ ঘটনায় হামলার ভিডিও ফুটেজ দেখে অভিযুক্ত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে এলাকার সচেতন মানুষ। এদিকে সাচার রেঁনেসা মেডিকেল সেন্টারে হামলার ঘটনায় কচুয়ায় দায়িত্বরত আর্মি ক্যাম্পের কমান্ডার মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।