চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা ও কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণমানুষের দল। দীর্ঘ ১৭ বছর পর ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে পতন করেছে। আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিব। আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব। আওয়ামী লীগ দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। তাই দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। তিনি রবিবার দুপুরে কচুয়া উপজেলা সাচার দক্ষিন বাজারে স্থানীয় বিএনপির ও সহযোগী সংগঠনের দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মহিউদ্দিন মজুমদারের সার্বিক আয়োজনে ও উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মঞ্জুর আহমেদ সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ও প্রবীণ বিএনপি নেতা ইঞ্জি. মো. শাজাহান প্রধান, জেলা বিএনপির সদস্য শাহজাহান মজুমদার, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির প্রধান,উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মকবুল হোসেন মিয়াজী প্রমুখ। এসময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. মিজানুর রহমান পাঠান, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গাজী মো. শাহজাহান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক কবির হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান কামরুল, সাচার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম মাষ্টার, সাধারন সম্পাদক আলী আহমেদ, পাথৈর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোস্তফা কামাল মাষ্টার, সাধারন সম্পাদক আলমাছ মিয়াজী, বিতারা ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ উল্যাহ ভূঁইয়া, সাধারন সম্পাদক আলমগীর চৌধুরী, সাচার ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুর রাজ্জাক ভূঁইয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শাহ পরান, উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধান, সাধারন সম্পাদক গাজী আব্দুর রশিদ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের অসংখ্যা নেতাকর্মী উপস্থিত ছিলেন।