চাঁদপুরের হাজীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আ. রশিদ।
শুক্রবার (২৩ জুন) সকালে তিনি হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। যোগদানের পর তিনি অফিসার ইনচার্জ (তদন্ত) মো. নজরুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
এর পূর্বে গত বৃহস্পতিবার হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ কক্সবাজারে বদলী হওয়ায় এ থানার ওসির চেয়ারটি শূন্য হয়।
মো. আবদুল রশিদ মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগ দেয়ার পূর্বে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। একজন কর্মঠ, সদালাপি ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত এ অফিসার ইনচার্জ সে সময় হাজীগঞ্জবাসির মন জয় করেছিলেন। এবারও ওসি হিসেবে দায়িত্ব নিয়ে তিনি হাজীগঞ্জ উপজেলাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত রাখতে তার ব্যাপক ভূমিকা থাকবে।