ঈদুল আজহা উপলক্ষে মতলব উত্তর উপজেলার ১৮টি হাটে কোরবানির পশু আসতে শুরু করেছে। শুক্রবার (২৩ জুন) থেকে হাটগুলোতে পশু বিক্রি শুরু হয়েছে বলে জানিয়েছেন হাট ইজারাদাররা।
কয়েকটি হাটের পশু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার (২২ জুন) রাত থেকে তারা পশু বিক্রির জন্য হাটগুলোতে আসতে শুরু করেছেন। তবে ঈদ এগিয়ে এলে সড়কে যানজট ও ঝামেলা এড়াতে অনেকে কয়েক দিন আগেই চলে এসেছেন।
এসব হাটের ইজারাদারের কর্মীরা জানান, কয়েক দিন ধরেই হাটগুলোতে গরু আসতে শুরু করেছে। ঈদ যত ঘনিয়ে আসবে হাটে পশু আরও বাড়বে। সেই সঙ্গে বিক্রিও জমে উঠবেবলে আশা করছেন তারা।
পশুর হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তার স্বার্থে ডিজিটাল বুথ, জাল টাকা শনাক্তের মেশিনসহ পর্যাপ্ত নিরাপত্তাকর্মীর ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তারা।
এবার মতলব উত্তরে অস্থায়ী ও স্থায়ী ১৮টি কোরবানির পশুর হাটের জায়গা চূড়ান্ত করেছে উপজেলা প্রশাসন।
হাটগুলোর নামা ছেংগারচর পশুর হাট, লুধুয়া আমতলা বাজার, সুজাতপুর বাজার, মোহনপুর বাজার, ইসলামিয়া বাজার ফরাজীকান্দি, ভেদুরিয়া বাজার, সাহেব বাজার, ষাটনল লঞ্চঘাট সংলগ্ন মালিকানাধীন জমি, নবুরকান্দি বাজার, গজরা বাজার, বেলতলী বাজার, কালিপুর বাজার, এখলাছপুর বাজার, জনতা বাজার, গাজীপুর চেয়ারম্যান বাজার, নাউরী বাজার, বাগানবাড়ি বাজার, লবাইরকাান্দি দাসের বাজার।