আগামী ১৭ জুলাই চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচন। নির্বাচন সামনে রেখে সোমবার (২৬ জুন) মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫০ জন ও সংরক্ষিত আসনের ১৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিকে প্রতীক পাওয়ার পরপরই মাঠে প্রচারণায় নেমেছেন সব দলের প্রার্থীরা। এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, ১৭ জুলাই ছেংগারচর পৌরসভা নির্বাচন ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ছেংগারচর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩৩৬। এর মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ২ ও নারী ভোটার ১৬ হাজার ৩৩৪।
নির্বাচনে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের প্রার্থীদের কাছ প্রতীক তুলে দেন।
এরা হলেন বাংলাদেশ আ’লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক লায়ন আরিফ উল্যাহ সরকার (নৌকা), জাতীয় পাটির মনোনীত প্রার্থী ও ছেংগারচর পৌর জাপার সভাপতি মো. সেলিম মিয়া (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী নুরুল হক সরকার (নারিকেল গাছ) ও ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল ওয়াদুদ মাস্টার (মোবাইল ফোন)।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে (১,২,৩) ১নং ওয়ার্ড মনোয়ারা বেগম (জবা ফুল), শেফালী (অটোরিক্সা), ছালমা বেগম (চশমা) ও মুনমুন (আনারস)।
২নং (৪, ৫, ৬) ওয়ার্ডে মিল্লাতুল নেছা মিলি (জবা ফুল), আছমা বেগম (টেলিফোন), জাহানারা বেগম (চশমা), পদ্ম রানী (অটোরিক্সা), আকলিমা বেগম (আনারস) ও আনোয়ারা (দ্বিতল বাস)। ৩নং (৭, ৮, ৯) ওয়ার্ডে কানিজ ফাতেমা (চশমা), নুরুন্নাহার (আনারস), শিউলী বেগম (জবা ফুল)।
কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে রুহুল আমিন মোল্লা (পাঞ্জাবী), আমিন মিয়াজী (পানির বোতল), সাইফুদ্দিন (উট পাখি), নাছির উদ্দিন ফরাজী (ব্লাকবোর্ড), সোলায়মান রতন ফরাজী (), কামাল উদ্দিন (ডালিম)।
২নং মো. খোকন মিয়া (উটপাখি), সৈয়দ মো. সফিকুল ইসলাম (পানির বোতল), হারিস খান (ডালিম), আমান উল্লাহ (পাঞ্জাবি)।
৩নং ওয়ার্ডে জহিরুল আলম (টেবিল ল্যাম্প), জাহাঙ্গীর আলম (ডালিম), মনির হোসেন (পানির বোতল), আক্তার হোসেন (ব্লাক বোর্ড), মজিবুর রহমান (পাঞ্জাবী), শহীদ উল্লাহ সরকার (উট পাখি)।
৪নং ওয়ার্ডে শাহাদাত হোসেন ঢালী খোকন (টেবিল ল্যাম্প), নাজমুল হাসান (ব্লাক বোর্ড), ওমর ফারুক খান (ডালিম), ইয়াছিন খান (উটপাখি), শাহজালাল (পাঞ্জাবি), চাঁন মিয়া প্রধান (ব্রীজ), নূরউদ্দিন (পানির বোতল)।
৫নং ওয়ার্ডে আব্দুল মান্নান বেপারি (পাঞ্জাবি), রমা দত্ত (পানির বোতল), আব্দুল লতিফ মিয়াজী (ডালিম), আল-আমিন মিয়াজী (টেবিল ল্যাম্প), মুছা আহাম্মদ জীবন (উট পাখি)।
৬নং ওয়ার্ডে আল-আমীন সরকার (ডালিম), বিল্লাল হোসেন (উটপাখি), আমান উল্লাহ (পাঞ্জাবী), শরীফ হোসেন (পানির বোতল)।
৭নং ওয়ার্ডে আব্দুল মতিন (টেবিল লাম্প), লিয়াকত আলী (ব্রীজ), আবুল বাশার (পানির বোতল), এনামুল হক (ব্লাকবোর্ড), রুহুল কুদ্দুস (পাঞ্জাবী), আলাউদ্দিন (গাজর), সফিকুল ইসলাম (ডালিম), আনোয়ার হোসেন (উটপাখি)।
৮নং ওয়ার্ডে বোরহান প্রধান (ডালিম), শাহজাহান মোল্লা (ব্লাকবোর্ড), জামান সরকার (পাঞ্জাবী), বিল্লাল হোসেন, (ব্লাকবোর্ড), শারফুদ্দিন শাওন (টেবিল ল্যাম্প), মোখলেছুর রহমান চৌধুরী (উটপাখি)।
৯নং ওয়ার্ডে বোরহান উদ্দিন (উটপাখি), শামীম হোসেন (পাঞ্জাবী), গিয়াস উদ্দিন (পানির বোতল)।