ন্যায় চাঁদপুরের মতলব দক্ষিণেও মডেল মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসুল্লিরা। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টায় মতলব দক্ষিণ উপজেলা মডেল মসজিদে জামাতে ইমামতি করেন নিয়োগকৃত পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি রাশেদুল ইসলাম।
দ্বিতীয়বারের মতো মডেল মসজিদে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি মুসুল্লিরা। এর আগে গত রমজান ঈদের নামাজও মুসল্লীরা আদায় করেন এ মডেল মসজিদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনকৃত মসজিদে ঈদের নামাজ আদায় করতে পেরে উল্লাসিত ও আনন্দিত ধর্মপ্রাণ মুসল্লীরা।
মডেল মসজিদে ঈদের নামাজ আদায় করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোফাজ্জল হোসেনসহ বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মুসল্লীগণ।
মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি রাশেদুল ইসলাম বলেন, প্রথম বারের মতো মতলব দক্ষিণ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নামাজের ইমামতি করে আমি আবেগ আপ্লুত, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি এত সুন্দর একটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করে দিবেন, প্রবীন মুসল্লীরা তা কখনো ভাবতেই পারেন না। আর এ মসজিদটি হওয়াতে আমিসহ একজন মুয়াজ্জিন ও দুইজন খাদিম এমন সুন্দর একটি মসজিদে চাকরী করারও সুযোগ পেয়েছি। আমি আমার দায়িত্ব পালনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামণা করছি।
উল্লেখ্য, মতলব দক্ষিণ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদের নামাজ পড়ানো পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি রাশেদুল ইসলাম চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ড রালদিয়া গ্রামের মোঃ জামাল পাটওয়ারীর ছেলে। বিবাহিত জীবনে রাশেদুল ইসলাম এক কন্যা সন্তানের জনক। শিক্ষা জীবনে তিনি ২০০৮ সালে মতলবের মুন্সিরহাট জামেয়া আরাবিয়া রিয়াজুল উলুম মাদ্রাসা থেকে হিফজুল কোরআন, ২০১১ সালে চাঁদপুর পুরান বাজার জামেয়া আরাবিয়া কাসেমুল উলুম মাদ্রাসা থেকে ইবতেদাইয়্যাহ ও ২০১৩ সালে একই মাদ্রাসা থেকে মুতাওয়াসসিতাহ, ২০১৬ সালে ঢাকার মিরপুর-১ আরজাবাদ জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে সানবিয়্যাহ উলয়া, ২০১৮ সালে ঢাকার ফরিদাবাদ জামেয়া আরাবিয়া এমদাদুল উলুম মাদ্রাসা থেকে ফজিলত, ২০১৯ সালে একই মাদ্রাসা থেকে দাওরায়ে হাদীস ও ২০২০ সালে ঢাকার মিরপুর-১৩ জামেয়া আরাবিয়া খাদেমুল ইসলামীয়া মাদ্রাসা থেকে তাখাসসুস ফিল ফিকাহ পাশ করেন।
মতলব দক্ষিণ উপজেলা মডেল মসজিদে নিয়োগ প্রাপ্তির আগে তিনি ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জ হাটাব চাঁদেরটেক জামে মসজিদে যথেষ্ট সুনামের সাথে ইমাম ও খতিব এর দায়িত্ব পালন করেছেন। সেই সাথে হাটাব চাঁদেরটেক দারুল উলুম নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায় প্রিন্সিপাল হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়াও মুফতি রাশেদুল ইসলাম প্রায় ১৫ বছর যাবত রমজান মাসে খতমে তারাবির নামাজ পড়িয়ে এসেছেন। তার এমন অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে গত ৮ই জুন মাওলানা মুফতি রাশেদুল ইসলামকে নিয়োগ প্রদান করেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নিয়োগ কমিটি। একই নিয়োগপত্রে মোঃ জিসান আহমেদকে মুয়াজ্জিন, আহমদ উল্যাহ ও মোঃ শরীফুল ইসলাম পাঠানকে খাদিম হিসেবে নিয়োগ প্রদান করা হয়।