চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম (২৩) নামে এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুন) ভোরের দিকে মতলব উত্তর উপজেলার ষাটনল কনুমার্কেট বেরীবাঁধ পাকা সড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম উপজেলার ষাটনল ইউনিয়নের রঙ্গুখাঁ কান্দি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
মতলব উত্তর থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ঈদের দিন সকালে সাইফুল ইসলাম মোটরসাইকেল নিয়ে তার বাড়ি থেকে কালিপুরের দিকে ঘুরতে বেরিয়েছিলেন। ষাটনল কনুমার্কেট অভিমুখে যাওয়ার সময় কনুমার্কেট মোড়ে একই দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকার তার মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আল আমিন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ভোরবেলায় যেহেতু কেউ প্রাইভেটকারটি সনাক্ত করতে পারেনি সেজন্য প্রাইভেটকারটি আটক করা সম্ভব হয়ান। তবে প্রাইভেটকারটি আটকের চেষ্টা চলছে।’