চাঁদপুর শাহরাস্তিতে ৪০ দিন জামায়েতের সাথে নামাজ আদায় করায় ছাত্রদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ১জুলাই শনিবার দুপুরে আল আমিন জামে মসজিদ প্রাঙ্গনে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ঘুঘুরচপ গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফয়সাল আহমেদ পাটোয়ারীর উদ্যোগে ও মোঃ জামশেদ আলম পাটোয়ারী সহযোগিতায় অনুপ্রেরণা মূলক ৪০দিন জামাতের সাথে নামাজ আদায় করায় বাইসাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি- হাজিগঞ্জ নির্বাচনী এলাকার আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ সফিকুর রহমান।
মোঃ মোরশেদ আলম সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু, আওয়ামী লীগ নেতা নেছার আহমেদ পাটোয়ারী, পৌর আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, বিল্লাল হোসেন তুষার, সাবেক দপ্তর সম্পাদক শফিউল আযম স্বপ।
উপস্থিত ছিলেন সাবেক সহ- দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন সাধু, আওয়ামী লীগ নেতা ও হ্যামস গ্রুপের পরিচালক হাসান চৌধুরী, মোরশেদ আলম পাটোয়ারী, কুমিল্লা জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মোঃ মনিরুজ্জামান শান্ত, রফিকুল ইসলাম মিয়াজি, আলমগীর হায়দার, ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম মজুমদার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসকান্দার মিয়া সুমন, ছাত্রলীগ নেতা সোহরাব হোসেন সৌরভসহ আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
আয়োজক সূত্রে জানা যায় ৪০ দিন জামাতের সাথে নামাজ আদায় করা পূর্ণাঙ্গভাবে যারা সালাত আদায় করেন তাদেরকে পুরস্কৃত করেন।
অনুপ্রেরণা মূলক ৪০দিন জামাতের সাথে নামাজ আদায় করায় বাইসাইকেল বিতরণ করা হয়। rসকল বয়সী ছাত্র যাতে মসজিদ মুখি হয় এবং পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য।