প্রতিবছরের মতো এবারও পবিত্র ঈদ উল আযহার আনন্দ ভাগাভাগি করে নিতে ফরিদগঞ্জ-পশ্চিম গাব্দেরগাঁও গ্রামের দুস্থ-অসহায় ও ছিন্নমুল পরিবারের মাঝে কোরবানির পশুর গোশত বিতরণ করেছেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি পদপ্রার্থী তোফায়েল আহমেদ ভূঁইয়া।
শুক্রবার-শনিবার (৩০ জুন-১ জুলাই ) বিকেলে নিজ বাসগৃহের সামনে ওই মাংশ বিতরণ করা হয়। এসময় উপজেলার প্রায় ১০০০ দুস্থ্যদের মাঝে মাংস ও শিশুদের মাঝে নগদ অর্থ উপহার তুলে দেন তিনি।
কোরবানির গোশত পেয়ে খুশি অসহায় পরিবারগুলোকে আনন্দিত হয়ে তারা আল্লাহর কাছে তোফায়েল আহমেদ ভূঁইয়ার জন্য কল্যাণ কামনা করে দোয়া করতে দেখা গিয়েছে।
তোফায়েল আহমেদ ভূঁইয়া চাঁদপুর প্রবাহকে জানান, ‘প্রতিবছরের মত এবারও ঈদ উল আযহার আনন্দ ভাগাভাগি করে নিতে উপজেলার দুস্থ্য অসহায় পরিবারের মাঝে মাংস দেওয়া হয়েছে। দুস্থ্য-অসহায় ও ছিন্নমুল পরিবারের পাশে বিগত দিনেও ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জেলার ত্রি-বার্ষিক সম্মেলনের পূর্বে উপজেলা সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামিলীগের সভাপতি পদে তাকে নির্বাচিত করে উপজেলার অগোছালো আওয়ামিলীগকে
সংগীত করার লক্ষ্যে সুযোগ দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক ফরিদগঞ্জ কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মাসুদ আলম আয়াত, ১৫নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড মেম্বার ফারুক হোসেন লিটন, ১৪নং ইউনিয়ন আওয়ামিলীগেত প্রচার সম্পাদক রাসেলসহ সমাজ সেবক রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।