মতলব উত্তর উপজেলায় ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ঘরে ঘরে গিয়ে ভোট চাইলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান।
৮ জুলাই শনিবার সকাল থেকে দিনব্যাপী আদুরভিটি, গৈপুর, ঠাকুরচর ও কয়েকটি গ্রামে মানুষের দ্বারে দ্বারে যান এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরেন তিনি। এসময় নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং নৌকা মার্কার পক্ষে মিছিল করেন উপস্থিত নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর, সাবেক ছাত্রনেতা শাহাদাত খান, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নুর, পৌর ছাত্রলীগের সভাপতি মো. রাজিব মিয়া’সহ নেতৃবৃন্দ।
প্রচারণা শেষে এক ব্রিফিংয়ে মো. মিজানুর রহমান বলেন, নৌকা মানেই শেখ হাসিনার উন্নয়ন। নৌকা মানেই বাংলাদেশের মানুষ উন্নতি। তাই সব নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে হবে। ছেংগারচর পৌরসভায় নৌকার বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। কারণ নৌকা হল জনগণের আস্থার প্রতীক। এবং নৌকার প্রার্থী একজন আদর্শ মুক্তিযোদ্ধার সন্তান।
তিনি আরও বলেন, মাননীৃয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচাই বাছাই করে নৌকা দিয়েছেন। আমাদের দায়িত্ব হল নৌকা প্রতীককে বিজয়ী করা। নৌকার প্রার্থী বিজয়ী হলে ছেংগারচর পৌরসভা হবে স্মার্ট পৌরসভা। তাই সকলেই একটি করে ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করবেন।