কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের ৩নং (দূর্গাপুর) ওয়ার্ড আওয়ামী যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে ওই ওয়ার্ডের দূর্গাপুর গ্রামে আয়োজিত বিশেষ সাধারন সভায় নেতাকর্মীদের সর্ব সম্মতিক্রমে সাইফুল ইসলামকে সভাপতি ও আবু সিদ্দিককে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।
বিতারা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইসমাইল ভূঁইয়ার সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক মিঞা মো. নিজাম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, ৩নং বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন মজুমদার,সিনিয়র সহ-সভাপতি ইউনুছ মিয়া,সাধারন সম্পাদক সোহাগ খান,সদস্য ডা. রুহুল আমিন,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোলাইমান প্রধান, ইউপি সদস্য আব্দুর জব্বার মোল্লা,বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন মিয়া প্রমুখ ।
এসময় কচুয়া উপজেলা যুবলীগের সদস্য কাজী আব্দুল বাতেন,বিতারা ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক সফিকুর রহমান,জসিম উদ্দিন,আনোয়ার হোসেন,৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ওসমান গনি প্রধানসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।