মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক প্রার্থী মোঃ আরিফ উল্লাহ সরকারের এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই মঙ্গলবার বিকালে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উঠান বৈঠককে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরকার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, নৌকা প্রতীক মেয়র প্রার্থী মো. আরিফ উল্লাহ সরকার, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মো. নাছির উদ্দিন মিয়া, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লা, কাউন্সিলর প্রার্থী মো. আল-আমিন, কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেন, কাউন্সিলর প্রার্থী আমান উল্লাহ, কাউন্সিলর প্রার্থী শরীফ হোসেন, কাউন্সিলর প্রার্থী জাহানারা বেগম, প্রভাষক আহসান উল্লাহ সরকার, সাংবাদিক ঢালী কামরুজ্জামান হারুন, সাবেক ছাত্রনেতা মো. শাহজালাল, আলমগীর ফকির, ইদ্রিস আলী, সিরাজ সরকার, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন খান, রাকিব হোসেন মুন্না, রেহান উদ্দিন খান, কাউছার আহমেদ বাবু, আলী আজম, আশরাফুল ইসলাম নিপু।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যে উন্নয়ন করেছেন তা বিশ্বের কাছে বিরল। তার এই উন্নয়ন দেখে সহ্য করতে পারছে না জামায়াত বিএনপি। তাই বিভিন্ন সময় ষড়যন্ত্র করেই চলেছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা বিজয়ের বিকল্প নেই। তাি আগামী ১৭ জুলাই ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে হবে। তাহলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে এবং বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে।
এমএ কুদ্দুস বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এখনো বিএনপি জামায়াতের কর্মকাণ্ডে ফুটে ওঠে। তাই মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে যেতে নৌকার বিজয়ের বিকল্প নেই।